•••বাংলাদেশ পুলিশ সংগঠন•••

বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল সময় ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বেশ কয়েকজন এসপি সহ প্রায় সব পর্যায়ের পুলিশ সদস্য বাঙ্গালীর মুক্তির সংগ্রামে জীবনদান করেন।

বাংলাদেশ পুলিশের প্রধান হলেন মহা পুলিশ পরিদর্শক (Inspector General of Police) (IGP)। তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ সংগঠন বিভিন্ন ভাগে বিভক্ত।

••••:::শাখা:::••••

•রেঞ্জ পুলিশ
•স্পেশাল ব্রাঞ্জ (এসবি)
•ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)
•রেলওয়ে পুলিশ (জিআরপি)
•হাইওয়ে পুলিশ
•ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ
•পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)
•স্পেশাল সিকিউরিটি অব প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)
•আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
•এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)
•র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)
নৌপুলিশ
•পর্যটন পুলিশ
বাংলাদেশ পুলিশ সংগঠন(১ম পর্ব)

Comments

Popular posts from this blog

জয়ের ডিজিটাল বাংলা

মা-বাবাসহ পরিবারের চারজনকে হত্যার অভিযোগ: কানাডায় বাংলাদেশি গ্রেপ্তার